|
HRC Welfare Foundation রমনা ও তেজগাঁও থানাধীন ৯টি ওয়ার্ডে মোট ৭৮,১০০ পরিবারে জরিপ করেন৷ যা অফিস মূল্যায়ন ৬৬,২৬০টি পরিবারকে হত দরিদ্র বলে আখ্যায়িত করেন৷ যার লোক সংখ্যা হচ্ছে ৩,২১,৪৫০ জন৷ এ বিশাল জনগোষ্ঠীকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির বাসনা নিয়ে জনাব সাঈদ হোসেন চৌধুরীর প্রতিষ্ঠিত HRC Welfare Foundation কাজ করে আসছে৷ ভবিষ্যতে HRC Welfare Foundation নিম্ন লিখিত কর্মসূচীসমূহ বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগীতা কামনা করছে৷
ভবিষত্ কর্মসূচী সমূহঃ |
|
শিশু শিক্ষা |
|
কারিগরী শিক্ষা |
|
ব্লাড ব্যাংক/রক্তদান |
|
এইচ.আই.ভি/এইডস |
|
ত্রাণ ও পূর্নবাসন প্রকল্প গ্রহণ |
|
আয় বৃদ্ধি মূলক প্রকল্প গ্রহণ |
|
দারিদ্র বিমোচন পরিকল্পনা |
|
ছিন্নমূল শিশুদের শিক্ষাদান |
|
নারী শিক্ষা |
|
চিকিত্সা শাস্ত্রে উচ্চ শিক্ষা সহজলভ্য করার মানসে FRCS/P Institute প্রতিষ্ঠা৷ |
|