English Version
 








"পৃথিবীর মাটি পানি যা উত্পাদন করে তার চেয়ে অনেক বেশি উত্পাদন করে মানুষের মেধা মস্তিষ্ক আর মেধা মস্তিষ্কের উর্বরতা নির্ভর করে শারীরিক সুস্থ জীবন" সুস্থ জীবনের পূর্ব শর্ত হলো পরিষ্কার পরিচ্ছন্নতা৷ কিন্তু রমনা তেজগাঁও এলাকার অপর্যাপ্ত ক্ষণাবেক্ষণের অভাবে খোলা ড্রেন, স্ল্যাব, নালা, ডোবা, খোলা ম্যানহোল, বিভিন্ন স্থানে স্তুপকৃত ময়লা আবর্জনা, বস্তির খোলা লেট্রিন সমূহ প্রভৃতি নানাবিধ সংক্রামক ব্যাধির উত্স স্থানে পরিণত হয়েছে৷ এসব উত্সকে HRC Welfare Foundation যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ জীবানুনাশক পাউডার ব্যবহার করে এলাকার পরিবেশের সার্বিক উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷