English Version
 






 
 
সাম্প্রতিক কালে ঢাকা শহরে জনস্বাস্থ্যর ক্ষেত্রে মারাত্বক হুমকির সৃষ্টি করেছে এডিস মশা, যা ডেঙ্গু জ্বরের মূল কারণ৷ জনসাধারণ প্রতিনিয়ত রোগের দ্বারা সংক্রামিত হওয়ায়, এটি এখন জনসাধারণের স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুকি হিসেবে চিহ্নিত হয়েছে৷ এটি একটি বিশেষ ধরণের মশা যা ডেঙ্গু ভাইরাস বহন করে৷ রোগটি বর্তমানে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে৷ রোগটির প্রতিশেধক ঔষধ আবিষ্কার না হওয়ায় প্রতিরোধ ব্যবস্থাই গুরুত্বপূর্ন৷ এডিস মশা মূলতঃ শহরের নালা, ড্রেন, পরিত্যক্ত স্থান, নারিকেলের খোলস, ভাঙ্গা হাড়ি, টব প্রভৃতি স্থানে বংশ বৃদ্ধি করে৷ HRC Welfare Foundation নিয়োজিত কর্মীগণ ডেঙ্গু মশা নিধনে এলাকাবাসীর সচেতনা বৃদ্ধি সহ ডেঙ্গু মশা বিস্তারের প্রতিটি উত্পত্তিস্থল পর্যাপ্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে৷ এডিস মশা নিধনে ফগার মেশিনের সাহায্যে ঔষধ প্রয়োগ করে কার্যকরী ব্যবস্থা নিয়েছে৷